১৯ নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনার কবলে এক যাত্রীবাহী বাসের চালক-সহ ৭ জন যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত বাসটি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা ইসিএল-এর। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে পাঞ্জাবি মোড় চুনভাট্টিতে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা ডাঃ বি.আর আম্বেদকরের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত একটি র্যালিতে যোগ দিতে যাচ্ছিলেন। জামুড়িয়ার চিচুড়িয়া এলাকা থেকে ছেড়েছিল বাসটি। যাচ্ছিল রানিগঞ্জের উদ্দেশে। দুর্ঘটনার সময়ে বাসে উপস্থিত ছিলেন জনা পঞ্চাশ যাত্রী। ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে পাঞ্জাবি মোড় চুনভাট্টির রাস্তায় দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার। যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই শিশু, চার মহিলা আর বাসের চালক আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারকার্যে সাহায্য় করেন। ৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক এবং অন্য এক মহিলা যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পরেই ঘাতক ডাম্পারটি চম্পট দেয় বলে স্থানীয়দের কাছ থেকে জেনেছে পুলিশ। ডাম্পারটির খোঁজ শুরু করেছে স্থানীয় থানা।