আজকাল ওয়েবডেস্ক: তেতেপুড়ে গলদঘর্ম। গরমে কাহিল বাংলা। এর মধ্যেই স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
বেশ কয়েকটি কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যাবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?সোমবার ঝড়-জলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও অংশে। আরও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়ার খবর-এ দিন সকাল থেকে শহর কলকাতার আকাশ পরিষ্কার রয়েছে। তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে মহানগরীতে। বিকেল কিংবা রাতের দিকে দিকে কলকাতা শহরেও ঝড়-জলের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?বাংলা নববর্ষের প্রথম দিনের দিন কয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে মঙ্গলবার, নববর্ষের প্রথম দিন, ঝড়ের পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।