মিল্টন সেন, হুগলি: দুধ-সহ আটক ভেজাল দুধের ট্যাঙ্কার। তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পোলবা থানার অন্তর্গত হোসনাবাদে।
রাজ্য সড়ক সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে দুধের ট্যাঙ্কার আটক করে পোলবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির পোলবা থানার অন্তর্গত হোসনাবাদ এলাকায় একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কনটেনারে ভরা হচ্ছিল।। পুলিশের কাছে অভিযোগ ছিল দুধে জল ও ক্যামিকেল মিশিয়ে দুধের পরিমান বাড়ানো হচ্ছিল। তাঁর পর সেই ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়।
নীল রঙের প্লাস্টিকের সেই কনটেনারে ভেজাল দুধ ছোটো গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গতকাল পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলি পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। হাতেনাতে ভেজাল দুধের কারবারি তিনজনকে ধরে ফেলে। ধৃতরা হলেন- সৌরভ পাল, বাড়ি নদীয়ার তেহট্ট এলাকায়। বাকি দু'জন ফিরদৌস মল্লিক ও শুভ্রজ মালিক। এই দু'জনের বাড়ি হুগলির ধনিয়াখালির হারপুরে।
ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গিয়েছে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে ভেজাল দুধ চক্রে আর কারা জরিত তার খোঁজ চালাবে পুলিশ।