• সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে আছাড়, দা'এর কোপ, 'কীর্তিমান'ছেলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ...
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে আছাড়। এরপর দা'-এর কোপ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার মুরারিডাঙ্গা এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, আগেই বাবার সম্পত্তির ভাগ পেয়েছিল বড় ছেলে । কিন্তু তাতে সে সন্তুষ্ট নয়। বাবার সম্পত্তি আরও পেতে মাঝেমধ্যেই তাঁকে মারধর করত বড় ছেলে। রবিবার বাবার ওপর চড়াও হয়ে তুলে আছাড় মারে। তার স্ত্রী  দা দিয়ে শ্বশুরকে কোপ মারে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আহম্মদ আলি মন্ডলকে ভর্তি করা হয় হাসপাতালে।

    নিজের ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছেলের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি। আক্রান্ত ৬৪ বছরের বৃদ্ধ আহম্মদ আলি মন্ডলের দাবি,বড় ছেলের সম্পত্তির ভাগ তাকে দেওয়া হয়েছে।  কিন্তু সে আরও বেশি সম্পত্তি চায়। সম্পত্তি লিখে না দেওয়ায় রবিবার সকালে বড় ছেলে তাকে আছাড় মারার পর তার স্ত্রী দা দিয়ে তার কপালে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে। অভিযুক্ত ছেলে ও বৌমার শাস্তির দাবি জানিয়ে দেগঙ্গা থানায় দুজনের নামে লিখিত অভিযোগ করার পর তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)