মানুষ নয়, এবার যন্ত্রই পরীক্ষা করবে গাড়ির স্বাস্থ্য, রাজ্যের ১২ জেলায় তৈরি হচ্ছে পরিকাঠামো...
আজকাল | ১৪ এপ্রিল ২০২৫
বিভাস ভট্টাচার্য
মানুষ নয়, এবার যন্ত্র পরীক্ষা করে দেখবে গাড়ির 'স্বাস্থ্য' কেমন আছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা 'অটোমেটিক' পদ্ধতিতে হবে এই পরীক্ষা। গোটা রাজ্যে গাড়ির 'ফিটনেস' পরীক্ষা করার জন্য মোট ১২টি জেলায় এই 'অটোমেটেড' টেস্টিং স্টেশন' বা এটিএস গড়ে তোলা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে এই এটিএস।
এই বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন, 'এক একরের কাছাকাছি জায়গায় তৈরি হবে এই এটিএস। ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে সেগুলি পরিদর্শন করার কাজ শুরু হয়েছে। যেই জেলাগুলিতে এই এটিএস তৈরি হবে সেগুলি হল, উত্তর ২৪ পরগণা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। জায়গায় জায়গায় পরিবহন দপ্তরের আধিকারিকরা গিয়ে পরিদর্শন করে আসছেন'।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এতদিন পর্যন্ত সাধারণত পরিবহন দপ্তরের এক আধিকারিক গাড়ির ফিটনেস পরীক্ষা করে গাড়ির সার্টিফিকেট দিতেন। কিন্তু নতুন এই ব্যবস্থায় গাড়িকে ওই এটিএস-এর ভিতর একটি রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার পাশে জায়গায় জায়গায় থাকবে ক্যামেরা ও অন্যান্য যন্ত্র। যার মাধ্যমে পরীক্ষা হবে গাড়ির ফিটনেস। পরীক্ষা শেষে কম্পিউটারের মাধ্যমে সার্টিফিকেট যেমন দিয়ে দেওয়া হবে তেমনি সেটা 'আপলোড' হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের 'বাহন' ওয়েবসাইটে।
ওই আধিকারিকের কথায়, আগে পরীক্ষার পর সার্টিফিকেট পেতে যে সময় লাগত এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পর সেই সময় আর লাগবে না। পাশাপাশি অনেক বেশি নিখুঁত পরীক্ষা হবে। আগামী বছরের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশাবাদী তিনি।