টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা...
আজকাল | ১৪ এপ্রিল ২০২৫
অরিন্দম মুখার্জি: স্বাস্থ্যই সম্পদ—এই মন্ত্রকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশের এক্স-পুলিশ অফিসার গিল্ড, কলকাতা পুলিশ এবং টেকনো গ্লোবাল হসপিটাল ও টেকনো নেত্রালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির।
আজ, কলকাতা পুলিশের কমিশনারের সক্রিয় সহযোগিতায় গোখেল রোডের দশ নম্বর পুলিশ কোয়ার্টারের কমিউনিটি হলে এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনভর চলা এই শিবিরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ডিসি, ডিএসপি এবং এসপি পদমর্যাদার বহু আধিকারিক উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা করান।
এই জনহিতকর উদ্যোগে অংশগ্রহণ করে সকলে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেন। আয়োজকদের মতে, এরকম উদ্যোগ শুধু পুলিশ পরিবারের মধ্যেই নয়, আগামী দিনে বৃহত্তর সমাজের জন্যও দৃষ্টান্ত হয়ে উঠবে।
টেকনো গ্লোবাল হসপিটাল এবং টেকনো নেত্রালয় জানিয়েছে, তাঁরা ভবিষ্যতেও এই ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। তাঁদের মতে, স্বাস্থ্য রক্ষার মাধ্যমেই সমাজকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।