রানিগঞ্জ, সংবাদদাতা: বি আর আম্বেদকরের জন্মদিনে আয়োজিত র্যালিতে যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। সোমবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। যার জেরে জখম হলেন কমপক্ষে ৭ জন। তাঁদের মধ্যে রয়েছেন বাস চালকও।জানা গিয়েছে, বাসটি জামুড়িয়ার চিচুড়িয়া থেকে র্যালিতে যোগ দিতে যাচ্ছিল, সে সময়ই ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা ৬ জন যাত্রী আহত হয়। তাঁদের উদ্ধার করে দ্রুত উদ্ধার আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিস। ঘাতক ডাম্পারটি পলাতক।দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলে মারাত্মক জখম হয়েছেন চালক।