• কলকাতাসহ শহরতলিতে পরপর বাস দুর্ঘটনা, জখম কমপক্ষে ৩৫, ঘটল মৃত্যুও
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে পৃথক পৃথক বাস দুর্ঘটনার সাক্ষী কলকাতা-সহ শহরতলি। তিনটি ভিন্ন বাস দুর্ঘটনার জেরে আহত হল কমপক্ষে ৩৫ জন। ঘটল মৃত্যুও। আজ, সোমবার সকালে বাস দুর্ঘটনার সাক্ষী হয় খোদ কলকাতার ময়দান এলাকা। রেষারেষির জেরে দুর্ঘটনার কবলে পড়ে দু’টি বাস। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫ জন যাত্রী। অন্যদিকে, সাতসকালেই বিষ্ণুপুরে যাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ট্রাক চালকের। আহত হন বেশ কয়েকজন।আবার, বনগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা মারে একটি বাস। ৯২এ রুটের বাসটি বাগদা থেকে বনগাঁ আসছিল। ঘটনায় ৩০ জন জখম হন। এদের মধ্যে ১১ জন মহিলা। ১৯ জন পুরুষ। তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)