• 'শুভেন্দু এপার বাংলার ইউনূস', বললেন সাংসদ...
    ২৪ ঘন্টা | ১৪ এপ্রিল ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: ওয়াকফ (WAQF) নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার ঘটনায় এখনও  গ্রেফতার ২০০ জন। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন, স্থানীয়দের আতঙ্কে কাটাতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। চলছে রুটমার্চ। এরই মাঝে রাজনৈতিক চর্চা তুঙ্গে। কামারহাটিতে একটি ক্রিকেট ম্যাচে গিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) একহাত নিলেন সৌগত রায় (Saugata Roy)। 

    'আমি শুভেন্দুকে ইউনূসের সঙ্গে তুলনা করছি কারণ ওরা উভয়েই ধর্মান্ধ। শুভেন্দুকে বলবো পশ্চিমবঙ্গে আর সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালাতে কারণ এখানে ওরা সফল হবে না বিনা কারণে এইসব করছে। আমরা যেকোনও পরিস্থিতিতে নির্বাচন হলে জিতব, এত বলার কি আছে', এমনটাই মন্তব্য দমদমের সাংসদ সৌগত রায়ের।

    চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন সৌগত রায়। যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো প্রসঙ্গে সাংসদ বলেন, 'যন্তর মন্তরে রোজই কেউ না কেউ আন্দোলন করে। চাকরিহারারাও করবে। চাকরিহারারা সুপ্রিম কোর্টে আবেদন করছেন আমরাও তাদের সমর্থন করছি। মুখ্যমন্ত্রী বলেছেন আবেদন করবেন। শিক্ষামন্ত্রীও বলেছেন আবেদন করবেন'।

    ওই একই মঞ্চে হাজির ছিলেন মদন মিত্রও। এদিন মুর্শিদাবাদের অস্থিরতা নিয়ে মুসলিমদের সতর্ক করলেন মদন মিত্র। তিনি বলেন, 'আমার আবেদন মুসলিমরা যদি মনে করেন মিছিল করে কয়েকটা হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বিজেপিকে সরানো যাবে! তাহলে ভুল। উল্টে ওদের লোককে বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে ওরা দাঙ্গা করিয়ে দেবে। ওয়াকফ বিল বাতিল করতে গেলে বিজেপিকে হারাতে হবে'।

     

  • Link to this news (২৪ ঘন্টা)