• নববর্ষের দোরগোড়ায় কোন্নগরে নামল অন্ধকার, গঙ্গায় নেমে ২ কিশোর ফিরল না ঘরে...
    ২৪ ঘন্টা | ১৪ এপ্রিল ২০২৫
  • বিধান সরকার: কোন্নগর বারোমন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই স্কুল ছাত্র। স্পিড বোট নিয়ে তল্লাসি বিপর্যয় মোকাবিলা বাহিনীর। ছাত্রদের নাম আমন সিং ও আদর্শ সিং। দুজনেরই বয়স ১৫ বছর। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে আসে কয়েকজন স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচ জন কোন্নগর বারোমন্দির ঘাটে গঙ্গাস্নান করতে যায়। দু'জন হঠাৎ তলিয়ে যায়। তিনজন উঠে গেলেও বাকি দু'জন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই নাবালককে উদ্ধারের কাজ শুরু করে।

    হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা ওই দুজন। স্কুলে ছুটি থাকায় আজ তারা খেলতে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে যায়। দুজনেরই কেউ সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে স্থানীয় মানুষরা জড়ো হয়।

    কোন্নগর ছয় নম্বর ওয়ার্ডের যুব তৃনমূল সভাপতি শ্বেতাদ্র বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকেই বারোমন্দির ঘাটে স্নান করতে আসেন। এটা একটা দেবোত্তর জায়গা। তাই কাউকে বারণ করা যায়না। বারোমন্দির ঘাটে আগেও জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন ও আমাদের সতর্ক থাকতে হয়। তবু বারবার এই দূর্ঘটনা ঘটে।

  • Link to this news (২৪ ঘন্টা)