জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। হিংসার ঘটনায় এখনও গ্রেফতার ২০০ জন। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন, স্থানীয়দের আতঙ্কে কাটাতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। চলছে রুমার্চ।
জাভেদ শামিম বলেন, 'নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন জঙ্গিপুরে শান্তি বহাল আছে। আমাদের পুলিসে যা যা আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলি পুরোদস্তুর চলছে। যাতে মানুষের ভরসা ফিরে আসে, তার ব্যবস্থা করা হচ্ছে। কিছু কিছু দোকানপাঠ খুলতে শুরু করেছে। আমার খুবই আত্মবিশ্বাসী যে, খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। কিছু লোকে যাঁরা নিজেদের গ্রাম ছেড়ে অন্য়ত্র চলে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে একযোগে আমরা কাজ করছি'।
জাভেদ শামিম জানান, 'এখনও গুজব ছড়ানো হচ্ছে। যতক্ষণ গুজব থাকবে, ততক্ষণ মানসিকভাবে মানুষ শান্তিতে থাকতে পারবে না। মানসিকভাবে শান্তি না এলে, স্বাভাবিক অবস্থা ফেরানো খুব শক্ত। যেকোনওভাবে হোক, এই গুজব ছড়ানো বন্ধ করতেই হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যারা অপরাধী তাদের অবশ্যই ধরা হবে। সামশেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের তদন্ত চলছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করছেন'।
ঘটনাটি ঠিক কী? ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অগ্নি সংযোগ! সাধারণ মানুষকে যখন 'ধর্মের ধর্মের নামে অশান্তি' না ছড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তখন পাল্টা সুর চড়াচ্ছে বিরোধীরাও। বস্তুত, শুভেন্দু অধিকারীর আবেদন সাড়়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।