বিধান সরকার: হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায় যুবককে কুপিয়ে খুন। নিহতের নাম সঞ্জয় রাজবংশী। মৃতের বয়স ২৭ বছর। বাড়ির সামনে গতকাল রাতে গলায় মাথায় কুপিয়ে খুন করা হয় ওই যুবককে।
জানা গিয়েছে, ২০১৯ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল নিহত যুবক। জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তর প্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে থাকত। কিছুদিন আগে হুগলিতে ফিরে অটো চালাচ্ছিল। গতকাল সন্ধায় পুজোর ভোগ খেতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেড়িয়েছিল। এরপর রাত ১টা নাগাদ বাড়ির সামনে আর্ত চিৎকারের শব্দ পেয়ে বেরিয়ে আসেন লোকজন। দেখতে পান, রাস্তার মধ্যেই কোপানো হয়েছে ওই যুবককে। রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন রাস্তায়।
সঙ্গে সঙ্গেই রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিস। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিস পিকেট বসানো হয়েছে। খুনি এক না একাধিক, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিসের অনুমান পুরনো শত্রুতার জেরে খুন হতে পারে। আজ দেহের ময়নাতদন্ত করা হবে ইমামবাড়া হাসপাতালে। দোষীদের শাস্তি দাবি করেছে নিহত যুবকের পরিবার।