• পায়ের অস্ত্রোপচারের ৫ দিন পরও দেখা নেই ডাক্তারের! ‘গাফিলতি’তে রোগীর মৃত্যু
    প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: পায়ের অস্ত্রোপচার করাতে গিয়ে হাসপাতালে মৃত্যু মহিলার। তাতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়েরও হয়েছে।

    জানা গিয়েছে, মৃতার নাম জানকী মালাকার। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। গত সোমবার পায়ের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। বুধবার হয় অস্ত্রোপচার। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে আর কোনও ডাক্তার দেখেননি ওই রোগীকে। তা সত্ত্বেও রবিবার বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। রাতের দিকে জানকীদেবীর শ্বাসকষ্ট শুরু হয়। সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।

    এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় রোগীর পরিবার। ভোরেই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরই ঘটনার তদন্তের দাবিতে হাসপাতালের গেটে অবস্থানে বসে পরিবার। তাঁদের আরও দাবি, কাটাছেঁড়া অর্থাৎ ময়নাতদন্ত ছাড়াই দেহ তুলে দিতে হবে পরিবারের হাতে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কী কারণে রোগীর মৃত্যু জানতে ময়নাতদন্ত জরুরি। হাসপাতালের তরফে সেকথা পরিবারকে জানানো হলেও তাঁরা কিছু শুনতে রাজি হন। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)