• মুর্শিদাবাদ, মালদহে চাই ত্রাণসাহায্য, রেড ক্রস সোসাইটিকে পথে নামতে বললেন রাজ্যপাল
    প্রতিদিন | ১৪ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ প্রতিবাদে অশান্তির আঁচ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। তার প্রভাবে পাশের মালদহ জেলাতেও বিক্ষিপ্ত অশান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। যদি পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। কড়া নজরদারিও চলছে। এই অবস্থায় সাধারণ মানুষকে আশ্বস্ত করতে আগেই শান্তির বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি অশান্ত এলাকাগুলিতে ত্রাণ সাহায্যের জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে পথে নামার নির্দেশ দিলেন। সোমবার রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে একথা জানিয়েছেন সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের র‌্যাপিড অ্যাকশন সেলের তরফে নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে।

    এক্স হ্যান্ডেল পোস্টে রাজভবনের তরফে জানানো হয়েছে, ডক্টর এসকে পট্টনায়ক, সন্দীপ রাজপুতকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে এসকে পট্টনায়েক ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। রেড ক্রসের তরফে এমারজেন্সি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। তা হল ? 9732524377 এবং 8013344318.

    গত কয়েকদিন ধরে নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় বাংলার কোথাও কোথাও প্রবল প্রতিবাদ, বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের পরিস্থিতি প্রাথমিকভাবে উদ্বেগজনক হলেও পুলিশি সক্রিয়তায় আপাতত উত্তাপ খানিকটা কমেছে। হাই কোর্টের নির্দেশে এসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী পুলিশের সঙ্গে সহযোগিতা করে শান্তি ফেরানোর কাজ করছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে এসব এলাকা পরিদর্শন করেছেন।

    অশান্তির খবর পেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জেলার রাজনৈতিক নেতৃত্বের কথা বলেছেন, তাঁদের উপর এলাকার শান্তি বজায় রাখার ভার দিয়েছেন। তবে মুর্শিদাবাদ, মালদহের কিছু স্পর্শকাতর এলাকায় মানুষজনের অসুবিধার কথা ভেবে এবার রেড ক্রস সোসাইটিতে পথে নামার নির্দেশ দেন তিনি। রাজ্যপালের বক্তব্য, ওইসব জায়গায় অবিলম্বে ত্রাণ পাঠাতে হবে। অন্যদিকে, বহরমপুর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিক্ষিপ্ত সংঘর্ষ এবং তার জেরে আমজনতার আতঙ্কের খবর পেয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন সাংসদ ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। সোমবার একথা জানালেন মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তাঁর দাবি, সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক, এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
  • Link to this news (প্রতিদিন)