• BJPর রাজ্যে কর্মরত জঙ্গিপুরের পরিযায়ী শ্রমিকদের তালিকা বানাচ্ছেন শুভেন্দু
    হিন্দুস্তান টাইমস | ১৪ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকার কোন কোন বাসিন্দা বিজেপিশাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তার তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা ধরে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে এনে তাদর দিয়ে হিন্দুদের বাড়ি ও মন্দির মেরামত করানো হবে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শুভেন্দুবাবু। সঙ্গে মুর্শিদাবাদ হিংসায় NIA তদন্ত দাবি করে তিনি বলেন, ইকবালপুর, মোমিনপুর, ডালখোলা রিষড়া ঠান্ডা করেছি। মুর্শিদাবাদও ঠান্ডা করে দেব।

    এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমরা চাই NIA দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গার তদন্ত হাতে নিক। আমি ধন্যবাদ জানাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যারা ৮ কোম্পানি ডেল্টা ও কোবরা ফোর্স রবিবার পৌঁছে দিয়েছেন। আজ সকাল থেকে সেই বাহিনী মোতায়েন হয়েছে। আমার বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে আর আপনি একটা ইঁটের আওয়াজ পাবেন না। বাকিটা দেখার জন্য NIA আসার দরকার। হিন্দুদের ১০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে। ঠিক বাংলাদেশের স্টাইলে এই ভিখারিগুলো ঢুকে ঢুকে লুঠ করেছে। আমরা এটা ছাড়ব না।’

    এর পর তিনি জানান, ‘ওই এলাকায় যারা বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাদের তালিকা আমরা করছি। ৬০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাদের আত্মীয়রা ওই সভায় গিয়েছিল। তারা যে যেখানে আছে ফিরে এসে সারাতে হবে। আগে হিন্দুদের বাড়ি ঘর সারাতে হবে। রাধাকৃষ্ণ মন্দির সংস্কার করতে হবে। তার পর অন্য কথা হবে।’

    শুভেন্দুবাবু বলেন, ‘মুর্শিদাবাদে হয় আনরাসউল বাংলা, জেহাদিরা থাকবে নয় হিন্দুস্তানীরা থাকবে।’ যে ভাবে এক কাপড়ে পালাতে বাধ্য করেছেন, এর সুদে আসলে হিসাব আমরা তুলব।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)