• পয়লা বৈশাখের আগে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা জারি, কলকাতায় সোমে কী পূর্বাভাস?
    আনন্দবাজার | ১৪ এপ্রিল ২০২৫
  • বাংলা নতুন বছর শুরুর আগে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে প্রায় প্রতি দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে কলকাতাও। সোমবার, চৈত্র সংক্রান্তিতে শহরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খুব একটা কমছে না এখনই।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। সেই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে।

    সোমবার কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কেবল বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

    উত্তরবঙ্গের আট জেলাতেই সোমাবর কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে সেখানে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্যেও। কেবল ওই দিনগুলিতে ঝড়ের বেগ কিছুটা কম থাকবে।

    বিহার এবং বাংলাদেশের উপর একটি করে উচ্চচাপ বলয় রয়েছে। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর ফলে আগামী পাঁচ দিনে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।
  • Link to this news (আনন্দবাজার)