• মুর্শিদাবাদের ঘটনায় SIT গঠন করে তদন্তের আর্জি, সুপ্রিম কোর্টে মামলা
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালতের আইনজীবী শশাঙ্ক শেখর ঝা আদালতের নজরদারিতে একটি SIT গঠন করে তদন্তের দাবি তুলেছেন। পাশাপাশি অশান্তি রুখতে এবং মানুষের জীবন রক্ষার্থে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করারও আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী।

    সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে গত সপ্তাহ থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে গাড়ি ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২০০ জন দুষ্কৃতীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত এবং সতর্ক থাকার বার্তা দিয়েছেন। কোনও রকম উস্কানিমূলক আচরণ কিংবা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)