দফায় দফায় তপ্ত ভাঙড়। সোমবার কলকাতা পুলিশের একাধিক বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো সোনপুর বাজারের কাছে। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। সেখানে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অপরাধ দমন) রূপেশ কুমার।
লালবাজার সূত্রে খবর, এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ৮ জন পুলিশকর্মী। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের ৫টি বাইক।
এ দিন সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় রামলীলা ময়দানে ISF-এর তরফে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানে যোগ দেওয়ার জন্য ভাঙড় থেকে দলীয় কর্মীরা যাচ্ছিলেন। সূত্রের খবর, হঠাৎ করে একটি খবর ছড়িয়ে পড়ে, এই প্রতিবাদ সভাটির সঙ্গে সম্পর্কিত একটি কর্মসূচি ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কাছে সোনপুর বাজারে হবে। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
এর পরেই বহু মানুষ সোনপুর বাজারের দিকে চলে যান। সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল। ফলে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সময়ে তাঁদের রাস্তাঘাট সচল রাখার আবেদন জানানো হয় পুলিশের তরফে। অভিযোগ, সেই সময়েই পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটও। পুলিশের গাড়ির কাচও ভাঙে। এর পর একটি পিক আপ ভ্যান রাস্তার উপর ফেলে তাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশের বাইকেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উল্টে দেওয়া হয় পুলিশের প্রিজন ভ্যানও।
অশান্তির খবর শুনে আরও বেশি সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ছত্রভঙ্গ করা হয় উত্তেজিত জনতাকে। ঘটনাস্থলে পৌঁছন জয়েন্ট সিপি। এলাকায় চলছে পুলিশি টহলদারি। থমথমে পরিবেশ।
এই ঘটনা প্রসঙ্গে আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমাদের কর্মসূচির একটি অংশ সোনপুরেও হচ্ছিল। ভেতরে মিটিং চলছিল। বাইরে এই ধরনের একটি অরাজকতা তৈরি হয়েছে। কে বা কারা করেছে, তা প্রশাসন ভালো জানে।’ তিনি আরও বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। আমরা কলকাতায় একটা বড় মিছিল করেছি। তা চাপা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে একটা হিংসার পথ অবলম্বন করা হয়েছে। এটা স্থানীয় শাসক দলের নেতৃত্ব বলতে পারবেন যে কেন ঘটল।’
তিনি সরাসরি তোপ দেগেছেন শাসক দলের দিকে। যদিও তা কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি আগেও বলেছি, আইএসএফ মানে সমাজ বিরোধী। মানুষ ওদের সঙ্গে মিছিলে যেতে চাইছে না।’
(তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ)