• চার বন্ধুর স্বপ্নপূরণ, বাঁকুড়ার ছাতনার একদল যুবক বানিয়ে ফেললেন আস্ত ছবি
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • দিনরাত এক জায়গায় মাথা গুঁজে চার বন্ধু মিলে করতেন নানা আলোচনা। পাড়ার লোকেদের মধ্যেও জাগত প্রশ্ন, ছেলেগুলো কি আদৌ কাজের কাজ কিছু করে? নাকি কেবলই পরিকল্পনা। ট্রেলার মুক্তি পেতেই খোলসা হলো বিষয়টা। বাঙালি নববর্ষে বাঁকুড়ার ছাতনা গ্রামের একদল যুবক দিতে চলেছেন সেই দীর্ঘ চর্চার উত্তর। মুক্তি পেতে চলেছে ‘আদিগড়’ নামে একটি ছবি।

    ছবিতে অভিনয় করবেন একঝাঁক নতুন মুখ। আট থেকে আশি সব বয়সের অভিনেতা-অভিনেত্রীদেরই দেখা যাবে সেখানে। ছবিটি ইউটিউবে মুক্তি পাবে। যা ছাতনাবাসীর জন্যও অত্যন্ত গর্বের। চার বন্ধু বেড়াতে গিয়ে নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হওয়া। এবং সেখানেই একের পর এক মুক্তির উপায় খুঁজতে থাকা। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথ বাছবেন সেই চার বন্ধু? গল্পে তুলে ধরা হবে সেই ঘটনা।

    ছবিটি পরিচালনা করেছেন শুভম চট্টোপাধ্যায় ও অয়ন দেউঘরিয়া। আট মাস সময় লেগেছে ছবিটি বানাতে। ৩০ জনের একটি টিম মিলে তৈরি করেছেন ছবিটি। জানালেন, প্রযোজক অয়ন দেউঘরিয়া। তাঁর কথায়, ‘ছবিতে ১৬-১৭ জন অভিনয় করেছেন। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন টিমের সকলে। এ বার শুধু সকলের সাপোর্ট প্রয়োজন।’

    প্রসঙ্গত, বিষ্ণুপুর ও বাঁকুড়ার একাধিক জায়গায় এই ছবির শুটিং হয়েছে। ট্রেলারে ইতিমধ্যেই দেখা গিয়েছে ছবির বেশ খানিক ঝলক। ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।

  • Link to this news (এই সময়)