• সপ্তাহের শুরুতেই বিজ্ঞপ্তি, মেট্রো পরিষেবায় কাটছাঁট সপ্তাহের পঞ্চম দিনে
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৫
  • গুড ফ্রাইডে উপলক্ষে ১৮ এপ্রিল মেট্রো পরিষেবায় কাটছাঁট। ২৬২টির বদলে ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে। আপে ১১৮টি, ডাউনে ১১৮টি মেট্রো চলবে ওই দিন। অন্য দিকে গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে চলবে ৯০টি মেট্রো অর্থাৎ আপে ৪৫টি, ডাউনে ৪৫টি মেট্রো চলবে।

    গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে গুড ফ্রাইডেতে সরকারি ছুটি। ফলে অন্যান্য ছুটির দিনের মতোই এ দিনও কম সংখ্যক মেট্রো চলবে। তবে প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়সীমায় বদল আসেনি। নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বেরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। অন্য দিকে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো ও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫য়।

    কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। রাত ৯টা ২৮-এ ছাড়বে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো। রাত ৯টা ৪০-এ ছাড়বে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো। তবে অন্যান্য দিনের মতোই ব্লু লাইনে রাতের বিশেষ মেট্রো থাকবে। রাত ১০টা ৪০-এ ছাড়বে তা।

    অন্য দিকে গ্রিন লাইন ওয়ানে সে দিন ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সকাল ৭টা ৫-এ ছাড়বে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী মেট্রো। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ। তবে গ্রিন লাইন টু, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই পরিষেবা মিলবে।

  • Link to this news (এই সময়)