পুলিশের বাইক পোড়ানো থেকে প্রিজ়ন ভ্যান উল্টে রাস্তায় পড়ে থাকা, সোমবার দফায় দফায় উত্তপ্ত ভাঙড়ে এ ছবিই দেখা গিয়েছে। ৮ জন পুলিশ কর্মী আহতও হয়েছেন। তবে দিনভর ভাঙড় রণক্ষেত্র হয়ে থাকলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
সোমবার রাত ৯টা নাগাদ কলকাতা পুলিশের তরফে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়, ‘ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেস দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চলছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এ দিন কলকাতার রামলীলা ময়দানে ISF-এর এক সভা ছিল। ভাঙড় থেকে দলীয় কর্মীরা সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎই খবর ছড়ায় ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার সোনপুর বাজার এলাকায় ওই প্রতিবাদ কর্মসূচি হবে। তাতেই ISF কর্মীরা গাড়ি ঘুরিয়ে সোনপুর বাজার এলাকার দিকে যেতে থাকে।
গাড়ির ভিড়, লোকজনের জমায়েতের কারণে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। পুলিশের তরফে রাস্তা সচল রাখার আবেদন করতেই একদল লোক পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে আগুন, প্রিজ়ন ভ্যান উল্টে দেওয়ার মতো ঘটনা ঘটে। খবর পেয়ে জয়েন্ট সিপি (ক্রাইম) রূপেশ কুমারের নেতৃত্বে বিশাল টিম সেখানে হাজির হয়। শুরু হয় পুলিশের টহল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।