• ‘প্ররোচনায় পা দেবেন না, আইন হাতে তুলে নেবেন না’, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • গত শুক্রবার থেকে তপ্ত মুর্শিদাবাদ। আজ সোমবার ভাঙড় থেকেও অশান্তির খবর সামনে আসছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাউকে প্ররোচনায় পা না দেওয়ার জন্য আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন তিনি। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বার্তা দেন, ‘সম্মতি নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কেউ আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না। কিছু ব্যাপারে কেউ কেউ প্ররোচনা দেবে, অনুরোধ করব কেউ প্ররোচিত হবেন না। প্ররোচনা দেওয়া হলে সেই সময়ে মাথা ঠান্ডা রাখাটাই প্রকৃত জয়। আপনারা প্রত্যেকে জয়ী হন।’ তবে নির্দিষ্ট কোনও জায়গার কথা উল্লেখ করেননি তিনি। তবে মুখ্যমন্ত্রীর বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    উল্লেখ্য, এ দিন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কাইওয়াক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৮ সালে। সেই বছরই এই স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। মাঝে করোনার জন্য নির্মাণকাজ কিছুটা ধাক্কা খায়। অবশেষে এই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। 

    এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য ৯৯ শতাংশ টাকা দিয়েছে এই প্রকল্পে। মন্দিরের চূড়ার একটি অংশ সোনা দিয়ে তৈরি হয়েছে। রিলায়েন্স তা করতে চেয়েছিল, আমি বাধা দিইনি। বাকি পুরোটাই আমরা করেছি। অনেকের ধারণা ওরা পুরোটা করেছে, কিন্তু তা ঠিক নয়। ধর্ম কারও একার নয়, সবার।’

    পাশাপাশি স্কাইওয়াক তৈরির জন্য হকারদের কাজ যাতে না চলে যায় সে জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশেই। একবছরের জন্য হাজরা পার্কে তৈরি করা হয়েছিল হকার্স কর্নারও।

  • Link to this news (এই সময়)