• ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার প্রাক্তন রেলকর্মী, শুরু রাজনৈতিক তরজা
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে কটূক্তির অভিযোগে সোমবার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হলো প্রাক্তন এক রেলকর্মীকে। ধৃতের নাম বাদল লস্কর। স্থানীয় আইনজীবী সুদীপ দেবনাথ দুর্গাপুর থানায় বাদল লস্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে তিনি যে মন্তব্য করেছেন, তাতে তাঁর সম্মানহানি হয়েছে। পাশাপাশি তাঁর আশঙ্কা, ওই উস্কানিমূলক মন্তব্যে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করতে পারে। ঘটনার তদন্তে নামে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখা হয়। এই অভিযোগের উপর ভিত্তি করে বাদল লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অভিযুক্তের ওই পোস্ট নজরে আসে তৃণমূল নেতা কুণাল ঘোষেরও। তিনি পাল্টা ফেসবুক পোস্টে লেখেন, ‘কে এই বাদল? খুঁজে বার করা হোক এবং আইনি ব্যবস্থা করা হোক।’

    এর পর আইনজীবী সুদীপ দেবনাথ দুর্গাপুর থানায় বাদলের বিরুদ্ধে রবিবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে লেখা হয়, এই মন্তব্যের জন্য দুষ্কৃতীরা প্ররোচিত হয়ে মুখ্যমন্ত্রীর উপরে হামলা করতে পারে।

    পুলিশ সূত্রে খবর, ডিএসপি টাউনশিপের অশোক অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয় বাদলকে। সোমবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে BNS-এর ১৫২, ৩৫৬, ১৯৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ঘটনার প্রতিবাদ করেছেন। যদিও জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা ভাবেন, সব সময়ে সকলের পাশে থাকেন। তাঁকে নিয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কোনও ভাবেই কাম্য নয়।’

  • Link to this news (এই সময়)