বন্ধুরা দল বেঁধে খেলতে এসেছিল। খেলার পর গঙ্গায় স্নান করতে নামে বন্ধুরা। জলের তোড়ে তলিয়ে গেল দুই ছাত্র। হুগলির কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে সোমবার এই দুর্ঘটনা ঘটে। স্পিড বোট নিয়ে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে, ওই দুই নাবালকের নাম আমন সিং ও আদর্শ সিং। ১৫ বছর বয়স। রিষড়া বাঙুর পার্কের একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে যায় বেশ কয়েক জন স্কুল পড়ুয়া। খেলা শেষে এক সঙ্গে পাঁচ বন্ধু কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে গঙ্গায় স্নান করতে নামে। স্নান সেরে তিন বন্ধু উঠলেও দু’জন উঠতে পারেনি। তলিয়ে যায় তারা।
হুগলির রিষড়া এনএস রোডের বাসিন্দা ওই দুই ছাত্র। স্কুল ছুটি ছিল এ দিন। তাই বন্ধুরা মিলে সকালে খেলতে গিয়েছিল। তার পরই এই বিপদ। পরিবার সূত্রে খবর, ওই দু’জনের কেউই সাঁতার জানে না।
কোন্নগর ৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শ্বেতাদ্র বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘাটে রোজই অনেকে স্নান করতে আসেন। দেবোত্তর জায়গা এটা। ফলে এখানে আলাদা কোনও বিধিনিষেধ আরোপ করার বিষয়ও নেই। তিনি জানান, এর আগেও এই ঘাটে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসনও নজর রাখে। কিন্তু তার পরও কখনও কখনও এমন দুর্ঘটনা ঘটে যায়। সংক্রান্তির দিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে দুই পরিবার। চোখে মুখে তাদের উদ্বেগের ছাপ।