• কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, পলাতক সমবায় কর্তৃপক্ষ, মাথায় হাত গ্রাহকদের
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বস্বান্ত এলাকার বেশ কিছু বাসিন্দা। সমবায়ের ম্যানেজার-সহ কর্তৃপক্ষ পলাতক। ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ারবেড়িয়া এলাকায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি ও তার স্বামী রবিউল হক ও তাদের তিন ছেলে আলামিন মন্ডল, রুহুল আমিন মন্ডল ও আনিসুর মন্ডল। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন বলে আবার কেউ বৃদ্ধ বয়সের জন্য নিজের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা ছিল। লকডাউনের পরে হঠাৎ বাড়িঘর বন্ধক রেখে ব্যাঙ্ক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় পরিবারের সদস্যরা। বছর তিনের ধরে টাকা পাওয়ার আশায় গ্রাহকরা কোথাও যাননি।

    অবশেষে হতাশ হয়ে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হলেন বাসিন্দারা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)