মিল্টন সেন, হুগলি: স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। সন্দেহের বশে চরম পরিণতি। সোমবার সাতসকালে স্ত্রীর গলায় বঁটি দিয়ে গলা কেটে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তারকেশ্বরের তালপুর পশ্চিম পাড়া এলাকায়। মৃত স্বামীর নাম অধীর মণ্ডল (৪৮)। পেশায় সবজি বিক্রেতা। স্ত্রী নয়নতারা মণ্ডল (৩৮)। শাড়ি বিক্রি করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তাদের দুই মেয়ে, একজন বিবাহিত, এক জনের বয়স দশ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন সরে সাংসারিক অশান্তি চলছিল। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহবহির্ভুত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামীর। এই নিয়ে রবিবার রাতে অশান্তি চরমে পৌঁছায়। সোমবার সকালে ছোটো মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যেতেই বাড়িতে থাকা আনাজ কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে নিজেও ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী। স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তদন্ত এগোবে। সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।