• দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শহর কলকাতায় ফের বাসের রেষারেষি। এবার ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগ স্থলে একই গন্তব্যের একটি সরকারি এবং একটি বেসরকারি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে থাকা ডিভাইডারে একটি বাস ধাক্কা মারে। বাসের মধ্যে সেই সময় ১৫ যাত্রী ছিলেন। আহত হন অন্তত পাঁচ জন।

    জানা গেছে, সোমবার সকালে হাওড়া–যাদবপুর রুটের একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা গেছে, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। তার ফলেই ডিভাইডারে ধাক্কা মারে সেটি।

    জানা গিয়েছে, বাসটিতে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। যদিও কারও চোট গুরুতর নয়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

    জানা গেছে, ডিভাইডারে বাসটি ধাক্কা মারার পরে সেটির সামনের দিকের দু’টি চাকা শূন্যে উঠে যায়। ডিভাইডারের একটি অংশ ভেঙে শেষে বাসটিকে বার করা হয়। এই ঘটনায় যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। 
  • Link to this news (আজকাল)