• 'আইন হাতে তুলে নেবেন না', মুর্শিদাবাদ-ভাঙড়ে অশান্তির আবহে বার্তা মুখ্যমন্ত্রীর
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৫
  • রাজ্যে ফের শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন কেউ হাতে তুলে নেবেন না। প্ররোচনায় পা দেবেন না। বললেন তিনি। প্রতীক্ষার অবসান। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের আগে বক্তব্য রাখেন তিনি। সেখানেই শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। 

    মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অন্য কোনও প্রোগামে গেলে আমার টাইটেল বদলে দেওয়া হয়। কারা এটা করে। ধর্ম মানে শান্তি, স্বস্তি, সম্প্রীতি, একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম থেকে আর কিছু নেই। 
    কীসের লড়াই, কীসের দাঙ্গা, কীসের অশান্তি। মানুষকে ভালোবাসলে সব জয় করা যায়। একলা করে রাখলে জয় করা যায় না। আমরা সকলের পাশে দাঁড়ায়।'

    তারপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। তবে তা অনুমতি নিয়ে করতে হবে। সে যেই হোক, আইন হাতে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষক আছে। কেউ কেউ প্ররোচনা দেবে। প্ররোচিত হবেন না। সেটাই তো আসল। আপনারা জয়ী হোন। শান্তি বজায় রাখুন। এই মাটি শান্তির মাটি। এই মাটিকে ভালোবাসুন। আমরা যে কোনও ধর্মের পাশে দাঁড়াই।' 

    কালীঘাট স্কাইওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, '৫০০ মিটার লম্বা, ১০ মিটার চওড়া এই স্কাইওয়াক। ৫ টি গেট। মূল প্রবেশদ্বার ২টো। তবে তিন দিক থেকে ওঠা যাবে।' 

    তারাপীঠে স্কাইওয়াক করার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। তবে জায়গা না মেলায় সেখানে স্কাইওয়াক করা যায়নি। দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'গলিটা খুব সরু। কোনও জায়গা পাওয়া যায়নি। না হলে ওখানে স্কাইওয়াক করে দিতাম।' 

    এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্য ৯৯ শতাংশ টাকা দিয়েছে এই প্রকল্পে। মন্দিরের চূড়ার একটি অংশ সোনা দিয়ে তৈরি হয়েছে। রিলায়েন্স তা করতে চেয়েছিল, আমি বাধা দিইনি। বাকি পুরোটাই আমরা করেছি। অনেকের ধারণা ওরা পুরোটা করেছে, কিন্তু তা ঠিক নয়। ধর্ম কারও একার নয়, সবার।’
  • Link to this news (আজ তক)