• কলকাতার রাজপথে চলন্ত গাড়িতে আগুন, আতঙ্ক
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • কলকাতা, ১৪ এপ্রিল: সোমবার বিকেলে কলকাতার রাস্তায় হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল একটি গাড়ি। এসএসকেএম হাসপাতালের কাছে এই দুর্ঘটনা ঘটে। যার জেরে আতঙ্ক ছড়াল পথচলতি লোকজনের মধ্যে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক ও দু’জন যাত্রী ছিলেন। তাঁরা অক্ষত আছেন বলে জানা গিয়েছে। এদিকে, ওই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ পিটিএসের সামনে একটি চলন্ত চারচাকা যাত্রিবাহী গাড়িতে আচমকা আগুন ধরে যায়। বিপদ বুঝে দ্রুত গাড়ি থামিয়ে দেন চালক। গাড়ি থেকে নিরাপদে নেমে যান গাড়ির চালক ও দুই যাত্রী। এরপরে রাস্তার উপরেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গাড়িটি। পরে ট্রাফিক পুলিস এসে ক্রেনের সাহায্যে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ফের স্বাভাবিক হয় যান চলাচল। পুলিসের অনুমান, শর্ট সার্কিট থেকে কোনওভাবে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। যার জেরে পুরো গাড়িটি জ্বলতে থাকে। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)