ওয়াকফ অশান্তিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। ধর্ম নিয়ে বিভেদের রাজনীতি। তারমধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। চৈত্রের গাজন উৎসবে শিবের মাথায় জল ঢালতে এগিয়ে এলেন সংখ্যালঘু মহিলারাও। বিগত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ। মারধর, লুঠপাট, ভাঙচুর। তিন জনের মৃত্যুও হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। রয়েছে বিএসএফ। তার মধ্যেই সম্প্রীতির এক অনন্য ছবি দেখা গেল মুর্শিদাবাদের কান্দিতে।
কান্দির গাজন উৎসব প্রায় ৭০০ বছরের প্রাচীন উৎসব। বছর শেষের হোম উৎসবে কান্দি শহর পরিক্রমা করেন বাবা রুদ্রদেব। পালকি করে রূপপুর রুদ্রদেব মন্দির থেকে বিগ্রহকে নিয়ে যাওয়া হয় কান্দি হোমতলাতে। সেখানে এক রাত্রি যাপন করে আবার রূপপুরে ফিরে আসেন রুদ্রদেব। এবারে যখন পালকি করে শহর পরিক্রমা করছেন তখন হোটেল পাড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা এসে জল ঢেলেছেন শিবের মাথায়। ফুল দিয়েছেন রুদ্রদেবের পায়ে। তাতেই মিশে গেল দুই সম্প্রদায়। ভেদাভেদের ছবি সম্প্রীতির ছবিতে পরিণত হয়।
মুর্শিদাবাদের প্রাচীন এই হোম উৎসব। হোম উৎসবে সামিল হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যেই মিশে গিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। অশান্ত পরিস্থিতিতে দিয়েছেন সম্প্রীতির বার্তা।