• কালীঘাটেও এবার স্কাইওয়াক! 'ধর্ম নিয়ে অধর্মের... ', বার্তা মুখ্যমন্ত্রীর...
    ২৪ ঘন্টা | ১৫ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা নববর্ষের আগে রাজ্যবাসীকে উপহার। দক্ষিণেশ্বরের পর এবার স্কাইওয়াক কালীঘাটেও। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বার্তা, 'ধর্ম তো কারও একার নয়, ধর্ম সবার। ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই'। 

    দক্ষিণেশ্বের স্কাইওয়ার তৈরির পরই মুখ্য়মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন যে, যে কালীঘাটেও যেন অতি দ্রুত একটি স্কাইওয়াক তৈরি করা হয়।  কিন্তু হকার সমস্য়া কারণে কাজ শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। শেষপর্যন্ত মন্দিরের সামনে হকার্স কর্নারটি হাজরা পার্কে সরিয়ে ফেলতে সক্ষম হয় পুরসভা। এরপরই শুরু হয় স্কাইওয়াকের কাজ। কবে? ২০২২ সালে। 

    সময় লাগল ৩ বছর। আজ, সোমবার কালীঘাটে সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সরকার থেকে ৯৯ শতাংশ টাকা খরচ করে এটা করেছি। কালীঘাটের মন্দিরে এক চুড়ো, যেটা সোনা দিয়ে তৈরি করেছি। এটা রিলায়েন্স আমাদের বলেছিল, একটা সুযোগ দিন। আমি সেজন্য আমি বাধা দিইনি।  বাদবাকী সবটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকে ধারনা আছে, সবটাই ওরা করে দিয়েছে, তা নয়।  ওরা করতে চেয়েছিল, আমি অনুমতি দিয়েছি, একটাই কারণে, ধর্ম তো কারও একার নয়, ধর্ম সবার'।

    মুখ্যমন্ত্রী জানান,  'এই স্কাইওয়াক ৪৩৫ মিটার দীর্ঘ। প্রস্ত ১০.৫ মিটার। এসকেলেটর ২টো, লিফট করা হয়েছে ৩টে। সিড়িতে ৩টে। মূল প্রবেশপথ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে, কালীঘাট রোড থেকে আর মন্দির প্রাঙ্গণ থেকে। যানজটটা কেটে যাবে। আগে যান চলাচল কোনও পরিকল্পনা ছিল না। এলাকার পুরোটাই আলো দিয়ে সাজিয়ে দিয়েছি। রিফিউজি হকার্স কর্নারও তৈরি করে দিয়েছি। ওরা বসেছিল এয়ার কন্ডিশন করে দিতে সেটাও করে দেওয়া হয়েছে'। এদিন স্কাইওয়াকের উদ্বোধন করার পর কালীঘাটে পুজোও মুখ্যমন্ত্রী।

    এদিকে ওয়াকফ আইন সংশোধনে প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অন্য কোনও এক অনুষ্ঠান গেলেই আমার পদবী বদলে দেওয়া হয়। কারা এটা করে? ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। আমরা যখন জন্মাই একা জন্মাই, আবার যখন চলে যাই, একা চলে যাই। তাই কীসের লড়াই? কীসের দাঙ্গা? কীসের অশান্তি'? সঙ্গে বার্তা, 'শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে। আইন কখনও হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে কোনও ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না'।

  • Link to this news (২৪ ঘন্টা)