• কিশোরকে পিষে দিল লরি, দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ, রণক্ষেত্র বাসন্তী
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: মাটি বোঝাই লরি পিষে দিল কিশোরকে। আর তার জেরে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি নফরগঞ্জ এলাকা। ঘাতক লরিটিকে ধরে ফেলে স্থানীয়রা। পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃতদেহ রাস্তাতেই রেখে চলতে থাকে বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের উপর ক্ষোভ গিয়ে পড়ে। অভিযোগ, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নফরগঞ্জ এলাকার বাসিন্দা বছর দশেকের কুন্তল মণ্ডল। স্থানীয় এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। আজ সোমবার দুপুরে রাস্তা পার হচ্ছিল। সেসময় দ্রুতগতিতে আসা একটি লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ চালাতে শুরু করেন। ঘাতক গাড়িটিকে ফেলে রেখে চালক পাশের একটি দোকানে প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়। ঘাতক গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মৃতদেহ রাস্তাতেই পড়ে থাকে। দেহ আটকে রেখে বিক্ষোভ শুরু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভের মধ্যে পড়তে হয় পুলিশকে। আরও ক্ষোভ দেখা যায় স্থানীয়দের মধ্যে। পুলিশের উপর ক্ষোভ গিয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করা হয়। দীর্ঘ সময় পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাটির ব্যবসা চলছে। পুলিশকে বারবার জানানোর পরও কোনও কাজ হয়নি। এর আগেও দুর্ঘটনা ঘটেছে এলাকায়। পুলিশ ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে। এদিন বেশ কয়েকটি মাটির গাড়িকে আটক করা হয়েছে বলেও খবর।
  • Link to this news (প্রতিদিন)