• মেট্রোয় তুমুল অশান্তি, কুঁদঘাটে যুবককে জুতোপেটা মহিলাদের
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • মেট্রোর মধ্যে অভব্য আচরণের অভিযোগে এক যাত্রীকে জুতোপেটা করলেন মহিলারা। কুঁদঘাট স্টেশনের এই ঘটনায় ওই যুবককে রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ, চলন্ত মেট্রোয় মহিলাদের সঙ্গে অসভ্যতামো করছিলেন ওই যুবক। সোমবার রাত ৯টা নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার একটি ট্রেনে এই ঘটনা ঘটে।

    সূত্রের খবর, ওই মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়ার পরেই শুরু হয় অশান্তি। কয়েক জন মহিলা বলতে থাকেন, ওই যুবক তাঁদের গায়ে হাত দিয়েছেন। এক কথা দু’কথায় শুরু হয় কথা কাটাকাটি। মেট্রোর ভিতরেই তুমুল অশান্তি বাধে।

    এরই মধ্যে ট্রেন ঢোকে নেতাজি স্টেশন বা কুঁদঘাটে। অভিযুক্ত যুবক সেখানে নামতেই তাঁকে ধাওয়া করে ট্রেন থেকে নেমে পড়েন কয়েক জন মহিলা যাত্রী। সকলে মিলে ওই যুবককে মারধর করেন বলে অভিযোগ। প্রশ্ন করেন, কোন সাহসে এই ধরনের ঘটনা তিনি ঘটালেন। এরই মধ্যে একজন মহিলা জুতো খুলে মারতে থাকেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হইচই শুনে ছুটে আসে রেলরক্ষীরা। মহিলারা তাঁদের হাতে তুলে দেন অভিযুক্তকে।

    একই সঙ্গে মহিলারা লিখিত অভিযোগও দায়ের করেন। আরপিএফের তরফে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এই ঘটনা নিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পাওয়ার পর রিজেন্ট পার্ক থানাকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

  • Link to this news (এই সময়)