• ‘খুন-জখম-আগুন নয়, জাতীয় সম্পত্তি রক্ষা করুন’, বীরভূমে ওয়াকফ বিরোধী মিছিলে শান্তির বার্তা
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৫
  • সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। সুতি, সামশেরগঞ্জে এখনও টহল দিচ্ছে পুলিশ, বিএসএফ। এই আবহে বীরভূমের পাড়ুইতে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে শান্তির বার্তা দিল জমিয়তে উলামায়ে হিন্দ।

    সোমবার মহামিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান। প্ল্য়াকার্ড, পোস্টার নিয়ে যোগ দিয়েছিলেন কয়েক হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ।

    মিছিল শেষে আনিসুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণভাবে লড়াই-আন্দোলন করুন। যুবক ভাইদের বলব, কারও প্ররোচনায় পা দিয়ে জাতীয় সম্পত্তি ধ্বংস করবেন না। খুন, জখম, বাড়িতে আগুন লাগানোর মতো কাজে জড়াবেন না। এতে আন্দোলনের মুখ ঘুরে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে আমাদের লড়াই চলবে।

    মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতিতে পুলিশের উপরে আক্রমণের অভিযোগ উঠেছে। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, সরকারি বাসও। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ১২ নম্বর রাজ্য সড়ক ও রেল পথেও। তবে এ দিন পুলিশের প্রশংসাই শোনা যায় আনিসুর রহমানের মুখে। তিনি বলেন, ‘পুলিশ আমাদের বন্ধু। তারা নিজেদের সংসার ছেড়ে, মা বাবা স্ত্রী, সন্তান ছেড়ে আমাদের সেবায় নিয়োজিত থাকে। আমরা যদি শান্তিতে ঘুমাই তা হলে সেটা একমাত্র পুলিশের জন্যই।’

    তবে এ দিনও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। এমনকী পুলিশের বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উল্টে দেওয়া হয় পুলিশের প্রিজ়ন ভ্যানও।

  • Link to this news (এই সময়)