তিলোত্তমার বাড়িতে চাকরিহারা শিক্ষকরা। সোমবার আরজি কর কাণ্ডে ধর্ষণ, খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে যান চাকরিহারা শিক্ষকদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। তিলোত্তমার মা-বাবার সঙ্গে কথা বলেন তাঁরা।
আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এ দিন ওই অভিযান তিলোত্তমার মা-বাবাকেও উপস্থিত থাকার আহ্বান জানান তাঁরা। জানা গিয়েছে, তাঁরা রাজি হয়েছেন। নবান্ন অভিযানে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেছেন চাকরিহারাদের।
তিলোত্তমার মা-বাবা বলেন, ‘প্রত্যেকে দুর্নীতির বলি। আমার মেয়ে আর ফিরে আসবে না। তবে দুর্নীতি শেষ করার জন্য আমি সবসময়ে চাকরিহারাদের পাশে থাকব।’ শুধু তাই নয়, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের বঞ্চিত মানুষদের এক হওয়ার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের অগস্ট মাস থেকেই আরজি কর কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিয়েছে আদালত। তবে এই রায়ে খুশি নন তিলোত্তমার মা-বাবা।