• তারাপীঠেও স্কাইওয়াক তৈরি হবে? মুখ খুললেন মমতা, বললেন 'অনেক উন্নয়ন হয়েছে…..’
    হিন্দুস্তান টাইমস | ১৫ এপ্রিল ২০২৫
  • দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা হয়েছে। বাংলা নববর্ষের প্রাক্কালে উদ্বোধন করা হয়েছে কালীঘাট স্কাইওয়াকের। এবার কি তাহলে তারাপীঠ মন্দিরের কাছেও স্কাইওয়াক তৈরি করবে রাজ্য সরকার? প্রবল ইচ্ছা থাকলেও আপাতত তা বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তারাপীঠেও স্কাইওয়াক তৈরি করার অত্যন্ত ইচ্ছা ছিল। কিন্তু মন্দিরে প্রবেশের রাস্তা এতটাই সরু যে স্কাইওয়াক করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

    সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ বছর আগে যদি তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন যে নতুন করে সাজানো হয়েছে। তারাপীঠে নতুন গেট তৈরি করা হয়েছে। তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হয়েছে। তারাপীঠে নতুন ভোগঘর তৈরি করা হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নতি করা হয়েছে। তারাপীঠ মন্দিরও ঢেলে সাজানো হয়েছে।’


    কিন্তু মন্দিরে ঢোকার গলি এত শুরু যে স্কাইওয়াক তৈরির মতো জায়গা পাওয়া যায়নি বলে আক্ষেপ করেছেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়, ‘ ওই রাস্তা অনেক চওড়া করে দেওয়া হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে।’


    তবে তারাপীঠ নয়, কালীঘাট মন্দিরকেও ঠেলে সাজানো হয়েছে। সোমবারই নবরূপে সজ্জিত কালীঘাট মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, ‘কালীঘাটের শিল্প, সংস্কৃতি ও বাংলার পট, পটুয়া, শাঁখারি, কুমোর, কাঁসারিদের শিল্প নৈপুণ্যে পটচিত্রের মাধ্যমে মন্দির সংলগ্ন প্রাঙ্গণ ফুটিয়ে তোলা হয়েছে। জল সরবরাহ-সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। নতুনভাবে চালু করা হয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা।’


    সেইসঙ্গে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, 'মন্দির কমপ্লেক্স এবং আশপাশের এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। মন্দির কমপ্লেক্সের মধ্যে মধ্যে বিদ্যমান মেঝেগুলি নতুনভাবে তৈরি করা হয়েছে। কুণ্ডপুকুর এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে। পাবলিক প্লাজা তৈরি করা হয়েছে। কালীঘাট মন্দির কমিটির নতুন অফিস ভবন তৈরি করা হয়েছে।' সেইসঙ্গে কালীঘাট মন্দিরের উপরে সোনার চূড়াও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কালীঘাট স্কাইওয়াক এবং হকার্স কর্নারেরও উদ্বোধন করেছেন তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)