• গুজবে কান নয়, নাগরিকদের শান্ত থাকার আবেদন পুলিসের
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গুজবের ফাঁদে পা নয়, শিলিগুড়ি শান্ত ও স্বাভাবিক আছে। ভুল বোঝাবুঝি থেকে তৈরি ঝামেলার পর শহরবাসীকে শান্ত থাকার আর্জি জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। 

    শিলিগুড়ির জ্যোতিনগরে ঝামেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব রটানো চলছে। কারা এই গুজব ছড়াচ্ছে, এবার তাদের খুঁজছে পুলিস।  সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভিডিও, ছবি এবং পোস্ট চিহ্নিত করে সাইবার ক্রাইম বিভাগ তাদের খুঁজে বের করতে তত্পর হয়েছে। গুজব ছড়ালে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন পুলিসের শীর্ষ আধিকারিকরা। সোমবার ঘটনাস্থলে দাঁড়িয়ে শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর জানিয়েছেন, সামান্য একটা গুজব থেকে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে পুলিস পুরোপুরি বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে। এলাকা পুরোপুরি শান্ত রয়েছে। গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আবেদন করা হচ্ছে। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, কে বা কারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তাদের খোঁজ চলছে। ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগ সক্রিয় হয়েছে। 

    স্থানীয় ও পুলিস সূত্রে খবর, রবিবারের পর সোমবার আদর্শনগরে বচসা বাঁধে। তারপর গণ্ডগোলের সূত্রপাত হয়। একাধিক বাড়িতে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিশাল বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনভর এলাকায় পুলিসের শীর্ষ আধিকারিকদের টহলদারি চলে। সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়ে তা নিশ্চিত করতে পুলিস প্রচার চালিয়েছে। রুটমার্চ করেছে। এই ঘটনার সুযোগ নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিমূলক প্রচার চালানো শুরু করে। একাধিক ভিডিও ভাইরাল হতে শুরু করে। ওই পোষ্ট কারা করছে, তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিস।  শিলিগুড়ির জ্যোতিনগরে পুলিসের টহল। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)