• পরপর ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল নেপালি নববর্ষে শামিল হলেন বাঙালিরাও
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: পরপর সরকারি ছুটি। সঙ্গে মনোরম আবহাওয়া। তাই উত্তরবঙ্গের পাহাড়ে ঢল নেমেছে পর্যটকের। রবিবার তাঁরা দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে দিনভর ঘুরে বেড়ান। একইসঙ্গে এদিন নেপালি নববর্ষের অনুষ্ঠানে শামিল হন পর্যটকরা। তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ ও গানের তালে কোমর দোলান। এমন দৃশ্য দেখে হোটেল, গাড়ি চালক, পর্যটন ব্যবসায়ীরা রীতিমতো উচ্ছ্বসিত। তাঁদের বক্তব্য, এবার গ্রীষ্মকালীন পর্যটনের মরশুম কিছুটা আগেই শুরু হয়েছে। এতে ব্যবসা ভালো হবে বলেই তাঁদের প্রত্যাশা। 

    দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে গরমের দাপট বেড়েছে। উত্তরবঙ্গের সমতল ভাগেও গরম রয়েছে। এই অবস্থায় গত শুক্রবার দুপুর থেকে সরকারি ছুটির সূচনা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে  মঙ্গলবার পর্যন্ত ছুটি রয়েছে। তাই গরমের হাত থেকে স্বস্তি পেতে পাহাড়ে পাড়ি দিয়েছেন অনেকেই। সোমবার দার্জিলিং পাহাড়ের চৌরাস্তা, টাইগার হিল, কালিম্পংয়ের লাভা, লোলেগাঁও প্রভৃতি সহ দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঠাসা ভিড় ছিল। 

    ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, বাংলা নতুন বছর উপলক্ষ্যে ছুটি। আগামী বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবার আবার ছুটি। পরপর এমন ছুটি মেলায় পাহাড়ে পর্যটকের ভিড় বেড়েছে। এখন দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের প্রায় ৮০ শতাংশ হোটেলের রুম বুকিং রয়েছে। দার্জিলিংয়ের এক হোটেল ব্যবসায়ী ও গাড়ি চালক বলেন, গ্রীষ্মকালীন পর্যটনের মরশুম সাধারণত মে মাস থেকে সূচনা হয়। কারণ সেই সময় স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। কিন্তু এবার গ্রীষ্মকালীর পর্যটনের মরশুম প্রায় দু’সপ্তাহ আগেই শুরু হয়েছে। 

    এদিকে আজ, বাংলা নববর্ষ। কিন্তু রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে পালিত হয় নেপালি নববর্ষ। এজন্য দার্জিলিংয়ের চৌরাস্তায় এবং কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে গান, নৃত্য পরিবেশন করেন নেপালি যুবক-যুবতীরা। নেপালি ভাষায় সেই অনুষ্ঠান হয়। দু’টি জায়গাতেই হাজির হয়ে অনুষ্ঠান উপভোগ করেন পর্যটকরা। তাঁদের কেউ কেউ নেপালি পোশাক পরে অনুষ্ঠানে কোমর দোলান। পর্যটকরা বলেন, সমতলের গরম থেকে রেহাই পেতে দু’দিনের জন্য পাহাড়ে এসেছি। এখন পাহাড়ে অসাধারণ আবহাওয়া। তেমন ঠান্ডা নেই। নেই কোনও প্রাকৃতিক ঝঞ্ঝা। সেই সঙ্গে উপরি পাওনা নেপালি নববর্ষ। সব মিলিয়ে মনোরম আবহাওয়ায় অন্য রকমভাবে কাটল। 

    পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের মাল, মূর্তি, গজলডোবা প্রভৃতি এলাকাতেও ভিড় করছেন পর্যটকরা। ট্যুর অপারেটরদের বক্তব্য, অনেকদিন পর এমন ভিড় মিলছে। এই ট্রেন্ড অব্যাহত থাকলে এবার গ্রীষ্মকালীন মরশুমে পর্যটন ব্যবসায় ভালো লাভ হবে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)