• ধানতলায় পুলিসের অভিযানে ধৃত মানব পাচার চক্রের দালাল
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পালিয়েও পার পাওয়া গেল না। পুলিসের জালে ধরা পড়ল আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় দালাল সুকুমার ওরফে বাবু রায়। রবিবার রাতে রানাঘাট জেলা পুলিসের ধানতলা থানার একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ওই দালাল। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে দালালচক্রের বাকি সক্রিয় সদস্যদের সন্ধানের চেষ্টা করছেন তদন্তকারীরা।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ধানতলা থানা একটি অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। তাদের নাম সামসিদা খাতুন এবং সাজু মিয়া। জেরায় জানা যায়, প্রায় এক মাস আগে চোরাপথে এদেশে প্রবেশ করেছিল তারা। মূলত কাজের খোঁজে এলেও গা ঢাকা দেওয়া সম্ভব হয়নি। এরপরেই আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক দালালের হাত ধরে পুনরায় বাংলাদেশ পালানোর ছক কষেছিল তারা। সেই খবর আগেই চলে আসে পুলিসের কাছে। শনিবার দত্তপুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা গেলেও, সুযোগ বুঝে চম্পট দেয় দালাল সুকুমার। পরবর্তীতে তার নাগাল পেতে ফের জাল পাতে ধানতলা থানা। তাতেই আসে সাফল্য। রবিবার রাতে দত্তপুলিয়ারই একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বছর পঁয়তাল্লিশের বাবু রায়কে। তাকে জেরা করে সীমান্তঘেঁষা এলাকায় সক্রিয় মানব পাচার চক্রের বাকি দালালদের খোঁজ করছেন তদন্তকারীরা।  ধৃত দালাল। 
  • Link to this news (বর্তমান)