• হাজারকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শিলিগুড়িতে, কোচবিহারে বসল বেদপাঠের আসর
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নববর্ষ ও বাংলা দিবসে মাতছে উত্তরবঙ্গ। সোমবার চৈত্র সংক্রান্তির দুপুর থেকেই সেজে ওঠে উত্তরের শহরগুলি। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রাস্তায় চলে আলপনা, চলে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। গম্ভীরা, বাউল আরও কত কি। 

    আজ, মঙ্গলবার সকালে বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রা বের করবে শিলিগুড়ি পুরসভা। হাজারকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে। শোভাযাত্রায় থাকবে ট্যাবলো। শোভাযাত্রায় মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরসভার কাউন্সিলাররা থাকবেন। 

    এদিকে, বাংলা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি কলেজ থেকে শোভাযাত্রার সূচনা হবে। ধামসা, মাদল, রণপা, তিস্তাবুড়ি, আদিবাসী নাচের দল, বাউল ও ভাওয়াইয়া শিল্পীরা থাকবেন। চিল্ড্রেনপার্ক, হাসপাতাল মোড় হয়ে দীনবন্ধুমঞ্চে যাবে শোভাযাত্রা। সেখানে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেসঙ্গে আলোর মালায় সেজে উঠেছে বিভিন্ন মন্দির, বাজার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিস। বেসরকারি বিভিন্ন দোকানে হালখাতার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।  

    পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপন ও বর্ষবরণ উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জেলা তৃণমূল। শহরের মিলন সঙ্ঘের মাঠ থেকে সমাজপাড়া পর্যন্ত ওই শোভাযাত্রা হবে। সোমবার তার প্রস্তুতি চলে। এছাড়া বাংলা নববর্ষের সকাল থেকে শহরের যোগমায়া কালীবাড়িতে পুজো দিতে উপচে পড়বে ভক্তদের ভিড়। সেই ভিড় সামাল দিতে তৈরি মন্দির কমিটির পাশাপাশি পুলিস। শহরের ফুটবল ক্লাবগুলি নিজেদের মাঠে বারপুজোর আয়োজন করেছে। এছাড়াও দিনভর বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। বহু দোকানে নজর কাড়ছে নববর্ষ স্পেশাল মিষ্টি। দোকানে দোকানে হালখাতার প্রস্তুতি তুঙ্গে। দিনবাজারে প্রতিটি দোকানেই হালখাতার আয়োজন করা হয়েছে। 

    এদিকে আজ, মঙ্গলবার বেদ পাঠ হবে কোচবিহারের ঐতিহ্যবাহী শিবযজ্ঞ মন্দিরে। অক্ষয় তৃতীয়ায় মন্দিরে বিশেষ যজ্ঞ হয়। সেই উপলক্ষ্যে আজ মন্দিরে বেদপাঠের আসর বসবে। স্থানীয় বাসিন্দারা তাতে শামিল হবেন। রাজ আমলে প্রতিষ্ঠিত মন্দিরে কয়েক বছরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    এদিকে, মদনমোহন মন্দির, বাণেশ্বর শিব মন্দির, ডিএম অফিসের সামনের শিব মন্দিরে পুজো হবে। ভক্তদের ঢল নামবে বলেই আশা মন্দির কর্তৃপক্ষের।  বাংলা দিবস পালন করবে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। তারা রবীন্দ্রভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এদিকে, নববর্ষ উপলক্ষ্যে সোমবার নিউটাউন নেতাজি রোডে ‘ছোটদের বৈশাখী’ অনুষ্ঠান এবার তৃতীয় বর্ষে পা দিল। পয়লা বৈশাখ সকালে তারা শোভাযাত্রা করবে। 
  • Link to this news (বর্তমান)