মহকুমা হাসপাতালে উন্নত পরিষেবার দাবি নিয়ে নাগরিক মঞ্চের অবস্থান
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, ধূপগুড়ি: নামেই মহকুমা হাসপাতাল। কিন্তু পরিষেবা সেই তিমিরেই। এমন অভিযোগ নিয়ে সোমবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। দ্রুত পর্যাপ্ত চিকিত্সক নিয়োগ করে হাসপাতালের পরিষেবা উন্নত করার দাবি জানান তাঁরা।
হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনজন ডাক্তার সহ ১৮জন নার্স ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কাজে যোগ দেননি। পরিকাঠামো উন্নয়নের দাবিতে নাগরিক মঞ্চের এই অবস্থান বিক্ষোভ।
গত বিধানসভা উপনির্বাচনে ধূপগুড়িবাসীর মূল দাবি ছিল ধূপগুড়িকে মহকুমা গঠন সহ হাসপাতালের পরিষেবা উন্নত করা। উপনির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পর ধূপগুড়িকে মহকুমা গঠনের পাশাপাশি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে উন্নতি করা হয়। গত বছরের জুলাই মাসে ৩৫জন নার্স এবং ১২জন বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ে আসা হয় নতুন যন্ত্রপাতিও। ফলে কয়েকমাসের মধ্য বেশ কিছু চিকিৎসায় সফলতাও মেলে। তবেএখনও পরিকাঠামোর অভাব রয়েছে। বিশেষ করে রয়েছে নিজস্ব ভবনের অভাব।
এদিন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, শুধুমাত্র মহকুমার ব্যানার টাঙানো হয়েছে। কিন্তু, চিকিৎসা সেই তিমিরাই রয়ে গিয়েছে। কিছু ডাক্তার-নার্স এলেও পরিকাঠামোর অভাবে সমস্ত পরিষেবা চালু হয়নি। খুব শীঘ্রই চালুর দাবিতে আমাদের এই অবস্থান।
এই ব্যাপারে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, মহকুমা হাসপাতাল হওয়ার পরে ৩৫ জন নার্স এবং ১২জন চিকিৎসক স্বাস্থ্যভবনের তরফে দেওয়া হয়েছে। তবে সবাই এখনও কাজে যোগ দেয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নিজস্ব চিত্র।