পরিস্রুত জল পাচ্ছেন না হলদিবাড়ির কলেজপাড়ার বাসিন্দারা, ক্ষোভ
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, হলদিবাড়ি: হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ডেই পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা। হলদিবাড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় এক বছর ধরে ট্যাপকল থাকলেও, তাতে আসছে না পরিস্রুত জল। এনিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এক বছর আগে ট্যাপকল বসলেও জল আসে না। প্রতিদিন অন্য ওয়ার্ডে গিয়ে পানীয় জল নিয়ে আসতে হয়। এনিয়ে একাধিক বার পুরসভায় জানালেও কাজের কাজ কিছুই হয়নি।
এনিয়ে এক স্থানীয় বাসিন্দা ক্ষিতিশচন্দ্র রায় বলেন, এক বছর আগে পরিস্রুত জলের জন্য বাড়ি বাড়ি ট্যাপকল বসলেও জল পৌঁছয়নি। নিত্যদিন অন্য ওয়ার্ডে গিয়ে পরিস্রুত পানীয় জল নিয়ে আসতে হয়। ফলে সেখানে লম্বা লাইন পড়ে। কেউ কেউ আবার সেখানে জল না পেয়ে খালি হাতে বাড়ি ফেরে। আমরা চাই দ্রুত আমাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করুক পুরসভা। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।
এবিষয়ে এলাকার গৃহবধূ স্বপ্না রায় বলেন, পুরসভা নির্বাচনের আগে আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন প্রার্থীরা। কিন্তু তাঁরা নির্বাচনে জয়ী হলেও সমস্যা রয়ে গিয়েছে। এক বছর আগে পরিস্রুত জলের জন্য স্ট্যান্ডপোস্ট, ট্যাপকল বসলেও তাতে জল আসে না। ফলে আমাদেরকে টিউবওয়েলের অপরিস্রুত জল খেতে হচ্ছে। আমরা চাই দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক।
এবিষয়ে হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন, পাইপের সমস্যা থাকায় ওই এলাকায় পানীয় জল পৌঁছয় না। নতুন করে পাইপ বসানো হচ্ছে। যেসমস্ত এলাকায় জল পৌঁছয় না সেখানে পুরসভার জলের গাড়ি পাঠানো হয়।