কড়া হুঁশিয়ারি বীরভূমে, সোশ্যাল মিডিয়ায় উত্তেজনামূলক পোস্ট করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিস
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, সিউড়ি: মুর্শিদাবাদের ঘটনার জেরে বীরভূমের সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বা উত্তেজনামূলক পোস্ট করা থেকে বিরত থাকার আর্জি জানাচ্ছে বীরভূম জেলা পুলিস। শুধু তাই নয়, উত্তেজনামূলক পোস্ট ঘিরে কোনও গণ্ডগোল বাধলে পোস্ট করা ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিস। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল পাস করার পর জেলায় জেলায় প্রতিবাদ শুরু হয়েছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে ২৬ হাজার স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি ছাঁটাইয়ের ঘটনাতেও প্রতিবাদ শুরু হয়েছে সাধারণ মানুষের। আর এই দুই জ্বলন্ত ইস্যু নিয়ে রাজনৈতিক তরজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ অনেকেই ওয়াকফ বিলের বিরুদ্ধে বা সমর্থনে নানান ধরনের মন্তব্য করে পোস্ট করছেন। পুলিসের দাবি, সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে রাজনৈতিক মদত পুষ্ট কিছু লোক উত্তেজনা মূলক পোস্ট ছড়িয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে ধর্মের নামে কটূক্তি, বিভাজন, বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে দিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। সেই কারণেই বীরভূম জেলা পুলিসের তরফে সোশ্যাল মিডিয়াগুলিতে বিশেষ ভাবে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই জেলার সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে সচেতন করার জন্য পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, সেই পোস্টের মাধ্যমে পুলিস জানিয়েছে ‘বর্তমান পরিস্থিতিতে কোনও প্রকার তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা থেকে বিরত থাকুন। ভুল তথ্য থেকে নিজের এলাকাতেই সমস্যা তৈরি হয়। অন্য কেউ ভুল তথ্য পোস্ট করে থাকলে সেগুলি প্রশাসনের নজরে আনুন। কোনওপ্রকার ভুল বা মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে এবং তার জন্য এলাকায় সমস্যা তৈরি হলে, সেই পোস্টদাতা এবং সেগুলি অন্যান্য লোকের মাঝে ছড়ানো প্রত্যেক ব্যক্তি আইনের আওতায় আসবেন।’ জেলা পুলিসের এক আধিকারিক বলেন, আমরা সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখছি। সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। কারও জন্য কোনও অশান্তি ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।