• রাজবাঁধে বাসস্ট্যান্ডের কাছে নতুন কমিউনিটি শৌচাগার বন্ধ, ক্ষোভ
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, মানকর: রাজবাঁধে দুর্গাপুরগামী বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে কমিউনিটি শৌচাগার কমপ্লেক্স তৈরি হয়েছে। কাজ সম্পূর্ণ হলেও শৌচাগার কমপ্লেক্স চালু না হওয়ায় বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষত মহিলারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। এবিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, অনেকগুলি জায়গায় এধরনের সমস্যা আছে। আমরা ওই শৌচাগার তাড়াতাড়ি চালু করব।

    ২০২৪-’২৫ অর্থবর্ষে আমলাজোড়া পঞ্চায়েত শৌচাগার কমপ্লেক্সটি তৈরি করেছিল। সেখানে পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার রয়েছে। পাইপলাইন করে ছাদে জলের ট্যাঙ্কও বসানো রয়েছে। শৌচাগারটি তৈরিতে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু, তৈরির পর অনেকদিন কেটে গেলেও শৌচাগারটি সাধারণের ব্যবহারের জন্য খোলা হয়নি।

    এলাকার এক বাসিন্দা বলেন, রাজবাঁধে প্রতিদিন বহু মানুষ আসে। এখানে গ্যাস সংস্থার প্ল্যান্ট, একাধিক হাসপাতাল, রেলস্টেশন রয়েছে। বাসস্ট্যান্ড লাগোয়া এই জায়গায় শৌচাগারটি চালু হলে অনেকের সুবিধা হবে। রাজবাঁধ বাজারের উপর আমলাজোড়া, মানিকারা সহ একাধিক গ্রামের মানুষজন নির্ভর করেন। কিন্তু, শৌচাগার চালু না হওয়ায় কেনাকাটা করতে এসে তাঁরা সমস্যায় পড়েন।

    বিএলএলআরও অফিস লাগোয়া এলাকাতেও শৌচাগার একই অবস্থায় রয়েছে। বহুদিন আগে তৈরি হলেও সেটি এখনও চালু হয়নি। বিডিও, বিএলএলআরও সহ একাধিক দপ্তর ওই জায়গায় রয়েছে। প্রতিদিন বিভিন্ন দপ্তরে শতাধিক মানুষের ভিড় লেগেই থাকে। কিন্তু, শৌচাগারের অভাবে সেখানে আসা মানুষকে সমস্যায় পড়তে হয়।

    শিক্ষাদপ্তরের কার্যালয়ে কোনও কাজে এসেছিলেন শম্ভুনাথ কর্মকার। তিনি বলেন, অফিসিয়াল কাজে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়। নতুন শৌচাগারটির সামনে গিয়ে দেখি, সেটি বন্ধ রয়েছে। শৌচাগার তৈরি করেও কেন ফেলে রাখা হবে-বুঝতে পারছি না।

    ভবানীবাবু বলেন, ওই সমস্ত শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে লোক দরকার। কিন্তু, আমরা নিয়োগ করতে পারছি না। এগুলি সুলভ শৌচাগার মডেলে চালানো যায় কি না-সেটা দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)