আজ বাংলা নববর্ষে খাতা পুজো শহরে চাঙ্গা ফল-ফুলের বাজার
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বাংলা নববর্ষ। হালখাতা। এই দিনে বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী-গণেশের পুজো হয়। পাশাপাশি বিভিন্ন কালীমন্দিরে পুজো হয় ‘লালখাতা’র। সকাল থেকেই লম্বা লাইন পড়ে মন্দিরে মন্দিরে।
পয়লা বৈশাখে হালখাতা ও পুজোর আচারকে ঘিরে সোমবার ফুল ও ফলের দোকানে স্বাভাবিকভাবেই ভালো ভিড় হয়েছিল। আর পাঁচটা দিনের তুলনায় বেচাকেনা ভালোই হয়েছে। তবে দামের তেমন কোনও তারতম্য ছিল না। সোমবার কলকাতার বাজারে শশা বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০‑৬০ টাকায়। তরমুজের দর ছিল ৩০ টাকা কেজি। শাকালু ৫০ টাকা, কমলালেবু প্রতি পিস ১০‑১৫ টাকা, আঙুর ১০০‑১৩০ টাকা, সরবতি লেবু প্রতি পিস ১৫‑২০ টাকা। তবে আপেল, বেদানা, জামরুলের দাম ছিল কিছুটা বেশি। এই তিনটি ফলের দাম ২০০ টাকার নীচে নামেনি। ডাব বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়।
এদিন ফুলের বাজারে ভিড় থাকলেও দামের ওঠানামা তেমন চোখে পড়েনি। গাঁদা ফুলের বড় মালার দাম ছিল ২৫‑৩০ টাকা। রজনীগন্ধার বড় মালা বিক্রি হয়েছে ৩০‑৪০ টাকায়। একেকটি পদ্মফুল বিক্রি হয়েছে ১৫ টাকায়। ছোট মালার দাম ছিল ৫‑৭ টাকা। কুচো ফুলের বিক্রিও ভালো ছিল। খুচরো ফুল ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, নীল ষষ্ঠী থাকায় রবিবার থেকেই ফুলের বাজার জমে গিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহ পর্যন্ত বাজার চাঙ্গাই থাকবে। এদিন কলকাতার বিভিন্ন দশকর্মার দোকানেও ক্রেতাদের ভিড় দেখা যায়। মিষ্টির দোকানগুলিও প্রস্তুত। নানা ধরনের মিষ্টির ডালি সাজিয়ে ক্রেতাদের আকর্ষণের জন্য তৈরি তারা। সব মিলিয়ে নববর্ষের আগের দিন পুজোর বাজারকে ঘিরে শহর ছিল জমজমাট।