চলন্ত মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টা যুবকের, বেধড়ক মার
বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিড় মেট্রোয় মহিলা যাত্রীদের অশ্লীল স্পর্শ! শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মেট্রো থেকে নামিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় কুঁদঘাট মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। তারপর অভিযুক্তকে আরপিএফের হাতে তুলে দেন যাত্রীরা। পরে তাঁকে রিজেন্ট পার্ক থানায় নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলা সহ আরও কয়েকজন যাত্রী। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই গণ্ডগোলের সূত্রপাত। চলন্ত মেট্র্রোর ভিতরেই দু’পক্ষের ব্যাপক বচসা বাঁধে। মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। অভিযোগ, তিনি পালানোর চেষ্টা করেন। তখনই তাঁকে ধরে ফেলেন মেট্রোর অন্য যাত্রীরা। মহিলা যাত্রীরা অভিযুক্তকে ধরে চড়, লাথি মারতে শুরু করেন। স্টেশন চত্বরে উত্তেজনার তৈরি হয়। তা সামাল দিতে আসে রেল পুলিস। যাত্রীদের একাংশের অভিযোগ, ওই ব্যক্তি অতীতেও এমন কাণ্ড ঘটিয়েছেন। তখনও মহিলা যাত্রীদের হাতে মারও খান।