• ডোমজুড়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার সকালে হাওড়ার ধুলাগড়-ডোমজুড় রাজ্য সড়কের নাপিতপাড়া এলাকায় রাস্তার পাশের একটি গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম সুবীর প্রামাণিক (৪৮)। নাপিতপাড়ারই বাসিন্দা তিনি। কাজকর্ম সেভাবে কিছুই করতেন না। পুলিস জানিয়েছে, পরিবারে অনটন নিয়ে প্রায়দিনই স্ত্রীর সঙ্গে অশান্তি হতো তাঁর। সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে সুবীরবাবু শ্বশুরবাড়িতেও গিয়েছিলেন। সেখানে অপমান করা হয় তাঁকে। অপমানিত হয়েই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।
  • Link to this news (বর্তমান)