• পারিবারিক বিবাদ, তারকেশ্বরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
    বর্তমান | ১৫ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। সোমবার তারকেশ্বর থানার তালপুর মণ্ডলপাড়ার ঘটনা। মৃতদের নাম অধীরচন্দ্র মণ্ডল (৫২) ও নয়নতারা মণ্ডল (৪৭)। পরিবার সূত্রে জানা গেছে, অধীর পেশায় সব্জি বিক্রেতা। তাঁর স্ত্রী কাপড়ের ব্যবসা এবং একটি স্কুলে রান্নার কাজ করতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ের বয়স ১০-১২ বছর। এদিন সকালে ছোট মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তখন হঠাৎ সব্জি কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন স্বামী। তাতে স্ত্রীর মৃত্যু ঘটে। এরপরে স্ত্রীর মৃতদেহের কাছেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন অধীর।

    স্থানীয় বাসিন্দারা জানান, ছোট মেয়ে টিউশন পড়ে এসে বাড়ির দরজা বন্ধ দেখে পাঁচিল টপকে ঘরে ঢোকে। কিন্তু সেখানে মায়ের রক্তাক্ত মৃতদেহ ও বাবার ঝুলন্ত দেহ দেখে আতঙ্কে চিৎকার শুরু করে সে। ভিতর থেকে দরজা খোলার পর উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। তবে এদিন কী নিয়ে পারিবারিক বিবাদ এত তীব্র হয়ে ওঠে, তা কেউ বলতে পারেননি। এলাকাবাসীরা জানান,  সকালে পাড়ার অনেকের সঙ্গেই স্বামী-স্ত্রীর দেখা হয়েছে। তাঁরা হাসিমুখে কথাও বলেছেন। এরপর হঠাৎ কী হল, কিছু বোঝা যাচ্ছে না। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিস এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়াল্স হাসপাতালে পাঠায়।
  • Link to this news (বর্তমান)