নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াকফ আইনের বিরোধিতায় প্রথম থেকে সরব তৃণমূল। এমনকী, এই আইন বাংলায় লাগু হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় ওয়াকফ আইনের বিরোধিতায় যাঁরা পথ অবরোধ করে জনজীবন বিপর্যন্ত করে তুলছেন, তাঁদের উদ্দেশে বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদনের পর ফিরহাদ বলেন, ‘এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে পথ অবরোধ করে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা হচ্ছে কেন? নিজের কত লোক আছে, তা জাহির করার জন্য পথ অবরোধের কোনও দরকার নেই। সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই বলব, যে রাজ্যে ওয়াকফ আইন প্রয়োগ হবে, সেখানে গিয়ে প্রতিবাদ হোক। দিল্লি চলোর ডাক দেওয়া হোক।’ এদিন রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সম্পাদক অলোক দাস প্রমুখ। অরূপবাবু বলেন, ‘কেন্দ্রের শাসক দল দেশ ভাগ করতে চাইছে। বিজেপির শাসনকালে সংবিধান, গণতন্ত্র বিপন্ন।’
এদিকে, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিদিনই সুর চড়াচ্ছে তৃণমূল। আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ বিষয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরোধিতায় বিধানসভায় কোনও প্রস্তাব এনে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা, তা নিয়েও শুরু হয়েছে চর্চা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারের তরফে যদি কোনও প্রস্তাব আসে, তাহলে বিধানসভায় আলোচনা হতেই পারে। এর আগে সংবিধান দিবস নিয়েও এভাবে একটি প্রস্তাবের উপর আলোচনা হয়েছিল বিধানসভায়।’
এদিকে, বিজেপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ এনেছে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তাঁর অভিযোগ, একই ‘প্যাটার্নে’ রাজ্যের একাধিক জায়গায় অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল। রাজ্যের পুলিস তা রুখে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ছাত্র পরিষদ।