• হালতুতে সারা বাংলা সাব-জুনিওর ফুটবল প্রতিযোগিতা, দু’দিনের লড়াইয়ে জয়ী ‘বোসপুকুর ইয়ংস্টার’
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শান্তি এবং ঐক্য ? এই পাঁচটি মন্ত্র কে হাতিয়ার করে ‘মিলনায়তন ক্লাব’ দীর্ঘ ৭২ বছর অতিক্রম করেছে। ফুটবল খেলাকে ছোটদের মধ্যে আরও জনপ্রিয় করার জন্য মিলনায়তন ১২ ও ১৩ এপ্রিল, দু’দিন ব্যাপী নৈশালোকে সারা বাংলা সাব-জুনিওর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল।

    বহু দর্শকের আগমনে, স্থানীয় এবং অন্যান্য পৌরমাতা ও পৌরপিতা এবং স্থানীয় বিধায়ক মাননীয় শ্রী দেবব্রত মজুমদার -এর উপস্থিতিতে হালতু মিলনায়তন ময়দানে এক মনোরম পরিবেশে ফুটবল প্রতিযোগিতা সুসম্পন্ন হল। ‘বোসপুকুর ইয়ংস্টার ক্লাব’ এই প্রতিযোগিতার ফাইনালে ‘হালতু মাতৃসংঘ’ কে পরাজিত করে জয়ী হয়েছে।

    ভারত-বিখ্যাত একঝাঁক প্রাক্তন ফুটবলারও পুরস্কার-বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিলনায়তন ক্লাব তার অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন প্রজন্মকে ফুটবলমুখী করতে ধারাবাহিক প্রচেষ্টা চালাতে বদ্ধপরিকর।
  • Link to this news (প্রতিদিন)